ভোলা–বরিশাল সেতু: “আর অপেক্ষা নয়, এখন সময় বাস্তব পদক্ষেপের” — প্রকৌশলী আসফি রায়হান

ভোলা–বরিশাল সেতুর প্রয়োজনীয়তা আজ আর কাউকে নতুন করে বোঝানোর প্রয়োজন নেই—এমন মন্তব্য করেছেন ভোলার লালমোহনের সন্তান, প্রকৌশলী আসফি রায়হান। এক আলাপচারিতায় তিনি তুলে ধরেছেন ভোলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি, অনিশ্চয়তা এবং স্বপ্নভঙ্গের বেদনাগুলো। প্রতিদিন নৌপথ নির্ভর করে যাতায়াত করা মানুষের দুর্ভোগ সম্পর্কে তিনি বলেন,“যারা নৌপথে চলাফেরা করেন, তাদের কষ্টটা ভাষায় বোঝানো যায় না। আমি নিজে ভোলার […]