শেরপুর সীমান্তে ধানক্ষেতে তান্ডব চালাতে এসে বিদ্যুতায়িত হয়ে বন্য হাতির মৃত্যু ও গ্রেফতার ১।

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্তে উঠতি আমন ধান খেতে খাবারের সন্ধানে তান্ডব চালাতে আসা বন্যহাতিদের একটি মারা গেছে। ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে সীমান্তের পাহাড়ি গ্রাম বাতকুচি রাবার বাগান এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে হাতিটির মৃত্যু হয়। স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে চলে আসা বন্যহাতির তান্ডব উঠতি আমন ঘিরে আরও […]