সেতুর দাবিতে অচল ভোলা— বন্ধ করে দেওয়া হলো সকল করিডোর
স্টাফ রিপোর্টার | ভোলা
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
ভোলা-বাংলাদেশ: দীর্ঘদিনের দাবিকৃত বোল্লা–বরিশাল সেতু নির্মাণের দাবি আদায়ে আজ বুধবার ভোলায় ব্যাপক আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই হাজারো মানুষ বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে সকল প্রবেশ ও বের হওয়ার করিডোর বন্ধ করে দেয়। এতে পুরো ভোলা জেলাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং শহর কার্যত অচল হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বরিশালের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য বোল্লা সেতু নির্মাণের দাবি বহুদিনের। কিন্তু প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে জনভোগান্তি দিন দিন বাড়ছে। সেই ক্ষোভ থেকেই আজকের শান্তিপূর্ণ গণঅবস্থান ও মানববন্ধনের ডাক দেয় এলাকাবাসী।
সকাল ৯টার দিকে ভোলা-বরিশাল মহাসড়ক, দৌলতখান করিডোর, বোরহানউদ্দিন সড়ক, চরফ্যাশন রুটসহ সব প্রধান করিডোরে সাধারণ জনগণ অবস্থান কর্মসূচি শুরু করেন। ব্যানার-ফেস্টুন নিয়ে তাদের একটাই দাবি—
“বোল্লা–বরিশাল সেতু চাই, যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন চাই।”
অবস্থান কর্মসূচির কারণে ঢাকাগামী ও বরিশালগামী বহু বাস, ট্রলার ও পণ্যবাহী গাড়ি আটকে যায়। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। অনেকে আবার পথ পরিবর্তন করে বিকল্প রুট ব্যবহার করেন।
অংশগ্রহণকারীরা বলেন,
“এই সেতু হলে ভোলার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে উন্নত হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। সরকার দ্রুত সিদ্ধান্ত নিক—এটাই আমাদের দাবি।”
এদিকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান। তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে দাবি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন।
সেতু নির্মাণের সরকারি সিদ্ধান্ত দ্রুত না এলে আবারও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

