শেরপুর সীমান্তে ধানক্ষেতে তান্ডব চালাতে এসে বিদ্যুতায়িত হয়ে বন্য হাতির মৃত্যু ও গ্রেফতার ১।

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্তে উঠতি আমন ধান খেতে খাবারের সন্ধানে তান্ডব চালাতে আসা বন্যহাতিদের একটি মারা গেছে। ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে সীমান্তের পাহাড়ি গ্রাম বাতকুচি রাবার বাগান এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে হাতিটির মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে চলে আসা বন্যহাতির তান্ডব উঠতি আমন ঘিরে আরও বেড়েছে। প্রতিনিয়ত দিনের বেলা ও রাতে অব্যাহত তান্ডব চলে আসায় স্থানীয় কৃষকরা খেতের ফসল বাঁচাতে খেতের চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। এতে ভয়ে হাতির দল ধানক্ষেতে হানা দিতে আসে না।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্রায় অর্ধশত বন্যহাতির একটি দল বাতকুচি পাহাড়ের রাবার বাগান এলাকায় আমন ধানের খেতে খাবারের সন্ধানে নামে। ধানক্ষেতে তান্ডবের একপর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। এসময় সাথে থাকা অন্যান্য হাতিরা আরও ক্ষিপ্ত হয়ে সেখানে তান্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ভয়ে ফসল রক্ষায় বা হাতিটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি।

ঘটনার খবর পেয়ে বন বিভাগের উর্ধতন কর্মকর্তারা ১ নভেম্বর (শুক্রবার) সরেজমিনে পরিদর্শন করে শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানিয়েছেন, জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতি হত্যা করা হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ

ভোলা–বরিশাল সেতু: “আর অপেক্ষা নয়, এখন সময় বাস্তব পদক্ষেপের” — প্রকৌশলী আসফি রায়হান

ভোলা–বরিশাল সেতুর প্রয়োজনীয়তা আজ আর কাউকে নতুন করে বোঝানোর প্রয়োজন নেই—এমন মন্তব্য করেছেন ভোলার লালমোহনের সন্তান, প্রকৌশলী আসফি রায়হান। এক

Read More

দিল্লির রাস্তায় ‘স্টেপ ডাউন ইউনুস’: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক বার্তা?

দিল্লির রাস্তায় ‘স্টেপ ডাউন ইউনুস’: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক বার্তা? দিল্লির রাস্তায় ঝুলে থাকা ব্যানারগুলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই

Read More
0
Would love your thoughts, please comment.x
()
x