নিজস্ব প্রতিবেদক
উদ্বোধনী দিনে রিকশাচালক ভাইদের অভূতপূর্ব আনন্দ-জোয়ার দেখল আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়াম।
পূর্বঘোষণা অনুযায়ী আজ অর্ধদিনব্যাপী অনুষ্ঠিত হলো রিকশাচালকদের জীবনমান উন্নয়ন কর্মশালা।
এই কর্মশালায় রিকশাচালক ভাইদের যে আনন্দঘন উপস্থিতি ও উচ্ছ্বাস আমরা দেখলাম, তা অভিজ্ঞতার অতীত।
ধীরে ধীরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক ও অন্যান্য পেশাজীবীদের জীবনমান উন্নয়নে আমাদের এই কর্মশালা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তবে, আমরা কর্মশালার উদ্বোধন রিকশাচালকদের মাধ্যমে করলাম, কারণ, অবদানের তুলনায় তারা সমাজের অবহেলিত শ্রেণি।
আজকের কর্মশালায় একজন রিকশাচালকের আত্মপরিচয়, প্রয়োজনীয় দীনি জ্ঞান, ট্রাফিক আইন ও রাস্তার নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, সুন্দর আচরণ ও জীবন চলার গাইডলাইন, স্ত্রী-সন্তানের প্রতি করণীয়, কম আয়ে স্বাবলম্বী ও ঋণমুক্ত জীবনের পদ্ধতি ইত্যাদি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন প্রত্যেক বিভাগের বিশেষজ্ঞগণ।
কর্মশালা শেষে রিকশাচালক ভাইদের সাথে জুমার নামাজ আদায় করি। প্রায় পঁচিশ বছর যাবৎ জুমা পড়ালেও রিকশা চালক ভাইদের নিয়ে প্রথমবারের মতো জুমা পড়ানো—এটাও এক স্মরণীয় অভিজ্ঞতা।
আমাদের ঘোষণায় বারোশ’র অধিক রিকশাচালক রেজিস্ট্রেশন করেছিলেন। আসন সংখ্যা সীমিত হওয়ায় পাঁচশ জন কর্মশালায় অংশ নেয়ার সুযোগ পান। পরবর্তীতে অবশিষ্টদের নিয়েও কর্মশালার আয়োজন করার ইচ্ছা আমাদের আছে।
কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে আমরা একমাস বিশেষ তত্ত্বাবধানে রাখব। প্রশিক্ষণের বিষয়ের ওপর যারা ভালো ফলাফল করতে পারবেন, তাদের ভেতর থেকে সেরা একজনকে উমরা এবং অন্যান্যদেরকে বিশেষ উপহার দেয়া হবে।

